30 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

বিএনএ, ঢাকা : রাজধানীর শিক্ষা ভবনে সামনে সিমেন্ট মিক্সার মেশিনের গাড়ির ধাক্কায় খাদেমুল ইসলাম সবুজ (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল গনি রোডস্থ শিক্ষা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় ওই ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছিলেন।এ সময় একটি সিমেন্ট মিক্সার মেশিন বহনকারী গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান । গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়।

তিনি আরও জানান, নিহত খাদেমুল পেশায় ব্যবসায়ী ছিলেন। মিরপুর শাহ আলী এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ বলে পুলিশ জানায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ