বিএনএ ডেস্ক : বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া রোববার(১৭জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…….. রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বৎসর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চারকন্যা রেখে যান। সোমবার(১৮ জানুয়ারী) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া গ্রামের মনজিলের দরগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের সমন্বয় কমিটির সভা শেষে তিনি অসুস্থতা বোধ করেন। এ সময় হার্ট অ্যাটাক করলে তাকে প্রথমে সাতকানিয়ার প্রাইভেট হাসপাতাল ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং শেষে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালের অাইসিউতে রেখে উন্নত চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার রোববার দুপুরে তিনি মারা যান।
উল্লেখ্য, মরহুম জাকারিয়া সাতকানিয়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ কমিটির সভাপতি, মনজিলের দরগাহ মসজিদ কমিটির সভাপতি এবং ব্রিটিশ বিরোধী অান্দোলনের কারাবরণকারী নেতা মৌলভী সৈয়দ সোলতান অাহমদ স্মৃতি সংসদের অাজীবন সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিএনএ/ওজি