18 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিরিয়ানি বিতরণকালে দুই গ্রুপে মারামারি, আহত ৩

চট্টগ্রামে বিরিয়ানি বিতরণকালে দুই গ্রুপে মারামারি, আহত ৩

চট্টগ্রামে বিরিয়ানি বিতরণকালে দুই গ্রুপে মারামারি

বিএনএ, চট্টগ্রাম : মহান বিজয় দিবসে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে  তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। তারা হলেন- টিটু চক্রবর্তী (২৩), বাবলু (২০) ও সুজন (২০)।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে আম বাগানের বড় মসজিদ এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি জানান, বিজয় দিবসের র‌্যালি শেষে আওয়ামী লীগ অফিসের সামনে বিরিয়ানি বিতরণকে কেন্দ্রে করে দুইটি গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন।  দুপুর পৌনে ২ টার দিকে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর আহতদের হাসপাতালের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে বলে জানান ওসি।

বিএনএ/ওজি, আরকেসি

Loading


শিরোনাম বিএনএ