বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ৬ লাখ ৮০ হাজার।
বুধবার (১৬ নভেম্বর) দিনব্যাপী দানবাক্সের টাকা গণনা শেষে তা মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। এ নিয়ে ৩৮তম টাকা গণনা করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদের মোতওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।
বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় টাকা গণনাকালে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের মোতওয়াল্লী মো. নুরন্নবী চৌধুরী, বোয়ালখালী থানার উপ পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ, সহকারি উপ-পরিদর্শক মো. সিরাজ, মোহাম্মদ আলী খান, মো. আবদুল হাদিস, মো. সালাউদ্দীন, মো. সানাউল আমিন, মো. আরমান রিফাত চৌধুরী, মাওলানা মো. সোহাইন আহাদ, মাও. মো. এয়াকুব, মাও. মো. হোসাইন, মাও. মো. ফরিদ, মাও. মো. আনোয়ার হোসাইন, মো. এয়াকুব আলী বালি প্রমুখ।
বিএনএনিউজ/বাবর মুনাফ/ এইচ.এম