বিএনএনিউজ: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে দায়েশ বিরোধী অভিযানে নিরাপত্তা কর্মীদের সাথে বন্দুকযুদ্ধে ২জন সাধারণ মানুষ ও ৪জন দায়েশ( আইএসআইএস সদস্য) নিহত হয়েছে। এ সময় আরও ৮জন দায়েশ সদস্যকে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের নিরাপত্তা কর্মীরা। সোমবার(১৫নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে বলে তোলো নিউজ জানিয়েছে।
আরও পড়ুন : আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা: নিহত ৩২
ইসলামিক এমিরাটস অব আফগানিস্তান এর স্থানীয় কর্মকর্তারা বলেন, আইএস এর তৎপরতা বন্ধে সরকার সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে সোমবার ভোরে কয়েক ঘণ্টার এ বন্দুক যুদ্ধ ঘটে।
কান্দাহার প্রদেশের তথ্য ও কালচারাল বিভাগের মুখপত্র সামশুদ্দিন শামিম মিডিয়াকে জানান, অভিযানে ৪টি আইএস ঘাঁটিও ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানের মসজিদে বোমা হামলার ফের দায় স্বীকার আইএসের
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে দায়েশ কর্মীরা শিয়া ধর্মালম্বীদের মসজিদে বোমা হামলা চালিয়ে বহু হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এমনকি আগস্টে ৯ মার্কিন সৈন্যও বোমা হামলায় মারা যায়। এ সব ঘটনার জন্য আইএস-খোরাসানকে দায়ি করা হয়।
বিএনএ,জিএন