25 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানের মসজিদে বোমা হামলার ফের দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের মসজিদে বোমা হামলার ফের দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের মসজিদে বোমা হামলার ফের দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের  ইমাম বারগা  বিবি ফাতেমা মসজিদে শুক্রবার(১৫ অক্টোবর) জুমার নামাজের সময় শক্তিশালী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৩ এ দাঁড়িয়েছে।

শনিবার(১৬অক্টোবর) আফগানিস্তানের সংবাদপত্র টোলোনিউজ জানায়,  শুক্রবারের ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৭ এ দাঁড়িয়েছে। তাছাড়া ওই ঘটনায় আহত আরও ৮৩জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই দিকে উপরোক্ত হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্ট্রেট(আইএস)(ইরাক-সিরিয়া) এর খোরাশান শাখা।

ইসলামিক স্ট্রেট(আইএস)(ইরাক-সিরিয়া) ১৬ অক্টোবর টেলিগ্রাম চ্যানেল এ এক বিবৃতির মাধ্যমে উপরোক্ত  আত্মঘাতি বোমা হামলার দায় স্বীকার করেছে।

আইএস এর খোরাশান শাখার বিবৃতিতে বলা হয়, দুজন আত্মঘাতি হামলাকারি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একজন মসজিদের প্রবেশ পথে অন্যজন মসজিদের ভিতরে বোমা বিস্ফোরণ ঘটায়।যখন মুসল্লিতে মসজিদ পরিপূর্ণ ছিল।

এর আগে খবরে বলা হয়েছিল, মসজিদের নিরাপত্তা প্রহরীকে গুলি করে তিনজন  আত্মঘাতি হামলাকারি মসজিদে প্রবেশ করে বোমা হামলা চালায়।

এর আগে গত শুক্রবার(৮ অক্টোবর) জুমার নামাজের সময় কুন্দুজ শহরের অপর একটি শিয়া মসজিদে বোমা হামলায় ৫০জন নিহত এবং ১৫০জন আহত হয়েছিল। আইএস-কে ( আইএসআইএস  খোরাসান)  কুন্দুজ শহরের মসজিদে বোমাহামলার দায় স্বীকার করেছিল।

৯মাসে ১৭০জন নিহত

আফগানিস্তান ইন্ডিপেন্ডডেন্ট হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, গত ৯মাসে দেশটিতে  মসজিদ মুসল্লিকে  লক্ষ্য ১৭বার হামলা হয়েছে। এতে শিশুসহ ১৭০জন নিহত হয়। আহত হয় ২৭২জন।  এ সব ঘটনার জন্য তালেবান, দায়েশ ও অন্যান্য জঙ্গী সংগঠনকে দায়ি করেছে স্থানীয় জনতা।

পড়ুন আগের নিউজ : আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা: নিহত ৩২

আফগানিস্তানে শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫০

বিএনএ নিউজ ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ