15 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » এমবাপ্পের নৈপুণ্যে জয় পেয়েছে পিএসজি

এমবাপ্পের নৈপুণ্যে জয় পেয়েছে পিএসজি

এমবাপ্পের নৈপুণ্যে জয় পেয়েছে পিএসজি

বিএনএ ক্রীড়া ডেস্ক: ফরাসি লিগ ফুটবলে জয় পেয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে পিএসজি।  অ্যাঙ্গার্সকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (১৫ অক্টোবর) রাতে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে  এগিয়ে যায় অ্যাঙ্গার্স। বুফালের বাড়ানো বল বাঁ পায়ের শটে জালে পাঠান ফুলগিনি। পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা ঠেকানোর কোনো সুযোগই পাননি।

বিরতির পর দারুণ শুরু করে স্বাগতিকরা। ৬৮ মিনিটে কর্নার পায় পিএসজি। ওই কর্নারে এমবাপের ক্রস বক্সের ভেতর পেয়ে যান পেরেইরা। হেডে সমতা টানেন এই পর্তুগিজ ফুটবলার। ৮৭ মিনিটে ইকার্দির হেড ডি-বক্সে অঁজির মিডফিল্ডার পিয়ারিক কেপেলা হাত দিয়ে ঠেকালে পেনাল্টিটি পায় পিএসজি। সেখান থেকে গোল করেন এমবাপে। খেলার বাকি সময় কোন দল আর গোল না পেলে অ্যাঙ্গার্সের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এমএইচমেসি-নেইমারদের না থাকার ম্যাচে প্যারিসের দলটিকে জেতালেন এমবাপে।

১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে পিএসজি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ