বিএনএ, ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫১ জন নিহত হয়েছে। যার মধ্যে ৬ বছরের যমজ শিশুও রয়েছে। এছাড়া অনাহারে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহার ও অপুষ্টিতে ১২৫ শিশুসহ প্রাণ হারিয়েছে ৪২৫ জন।
আল জাজিরা জানিয়েছে, খান ইউনিসে গুলি করে অন্তত ৫ ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে আইডিএফ। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। এ নিয়ে প্রায় ২ বছরে ২৭৮ সাংবাদিক প্রাণ হারিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ জনের মতো মানুষের প্রাণহানি হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণহানি ৬২ হাজার ছাড়িয়েছে।
বিএনএ/ ওজি