29 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » ভারতকে হারিয়ে ফাইনালে নেপাল

ভারতকে হারিয়ে ফাইনালে নেপাল


বিএনএ, স্পোর্টস ডেস্ক : অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপে অবসান ঘটলো ভারতীয় আধিপত্যের। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে  স্বাগতিক নেপাল। প্রতিপক্ষ  বাংলাদেশ।

শুক্রবার (১৬ সেপ্টম্বর) দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) নেপালের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন স্বাগতিক স্ট্রাইকার রাসমি কুমারি গিসিং। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো ভারত বিহিন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।  আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফের ১২ বছরের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপ, ৬-০ গোলে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়েছিল। অপরদিকে বি গ্রুপ থেকে নেপাল তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে ভুটান এবং ৬-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 151 


শিরোনাম বিএনএ