বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে নির্যাতনের স্বীকার সেই তানিয়া আক্তার তানুকে (১১) আর্থিক সহায়তা দিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নির্যাতনের স্বীকার শিশুর বাবা তাজিম উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালীর মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এর আগে পুলিশ সুপার নির্যাতনের স্বীকার তানিয়ার আক্তার তানুর চিকিৎসার দায়িত্ব নেন। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে নির্যাতনের স্বীকার তানিয়ার বাবা উপজেলার কুশমাইল ইউনিয়নের পানের ভিটা গ্রামের মৃত ওয়াজেদ আলীর মেয়ে আসমা আক্তার (৩৫), নিটু আক্তার (৪০) ও সোহাগ মিয়াকে (৪৬) আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
সূত্র জানায়, উপজেলার কুশমাইল ইউনিয়নের পানের ভিটা গ্রামের তামিজ উদ্দিনের তানিয়াকে মাসিক এক হাজার টাকা আনুমানিক তিন মাস আগে আসমার বাসায় আসমার বাসায় গৃহকর্মীর কাজে দেয়। এরপর থেকে বিভিন্ন অজুহাতে তাকে অমানবিক নির্যাতন করতেন আসমা আক্তার, বোন নিটু ও ভাই সোহাগ।
এভাবে তিন মাস নির্যাতনের পর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নির্যাতনের সময় সে অজ্ঞান হয়ে পড়লে আসমা অন্য একজনের সহায়তায় ওই দিন ওই বিকেল ৫ টার দিকে ওই শিশুকে তাদের বাড়ির পাশে ফেলে রেখে চলে যান। পরে বাড়ির আশপাশের লোকজন ওই শিশুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারে বিষয়টি জানায়। তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া থানায় নিয়ে যাই। পরে পুলিশের সহায়তায় তানিয়াকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিএনএনিউজ২৪.কম/ হামিমুর রহমান, আমিন
Total Viewed and Shared : 16