28.2 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ছে‌লে‌ পা‌পোস বি‌ক্রেতা, তা‌কে কেন গু‌লি ক‌রে মারলো প্রশ্ন মা-য়ের

ছে‌লে‌ পা‌পোস বি‌ক্রেতা, তা‌কে কেন গু‌লি ক‌রে মারলো প্রশ্ন মা-য়ের

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর সায়েন্সল্যাবের কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম মো. শাহজাহান (৩০)। সে নিউমার্কেট এলাকার ফুটপাতে পাপোস বিক্রি করতো।কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ এলাকার মৃত মহসিন মিয়ার ছেলে সে।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা আয়েশা বেগম জানান, সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্র আমাকে ফোন করে জানায় আপনার ছেলে গুলিতে আহত হয়ে পপুলার হাসপাতালে আছে। সেখানে গেলে আমরা জানতে পারি আমার ছেলেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পরে ঢামেকে জরুরী বিভাগের মর্গে এসে আমার ছেলের মরদেহ শনাক্ত করি।

তিনি আরও বলেন,  আমার ছেলে তো রাজনীতি করত না ,সে তো ফুটপাতে পাপোস বিক্রি করতো। আমরা তো গরিব মানুষ। আমার ছেলেকে কেন এভাবে গুলি কইরা মাইরা ফালাইলো।  আমি আমার ছেলেকে ফেরত চাই, ওইতো দুপুরে নিউ মার্কেট গেছিল দোকান দারি করতে,অরে কেন গুলি কইরা মারলো” ।এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন মা আয়েশা বেগম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যার দিকে পপুলার হাসপাতাল থেকে অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পরে তার মা হাসপাতালে এসে  ছেলের লাশ সনাক্তকরেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ