23 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » মজিদুল্লাহ হত্যাকান্ড : কুতুবদিয়ায় একটি পাড়া পুরুষ শূণ্য

মজিদুল্লাহ হত্যাকান্ড : কুতুবদিয়ায় একটি পাড়া পুরুষ শূণ্য

কুতুবদিয়া (কক্সবাজার) থানা

বিএনএ,কুতুবদিয়া (কক্সবাজার):  জেলার কুতুবদিয়া দক্ষিণ ধুরুং গ্রামের মজিদুল্লাহ হত্যা মামলায় আসামি অজ্ঞাত থাকায় ঘরছাড়া হয়েছেন অন্তত অর্ধশত পুরুষ। সম্প্রতি একটি বিরোধীয় জমিতে বসতঘর তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মজিদুল্লাহ (৭৫) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ২৩ মে।

এই ঘটনায়  ১৩ জনকে আসামি করে থানায় মামলা নং-০৭ (০৫) ২০২৩ রুজু হয় গত ২৬ মে। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ৪/৫ জনকে। এই পর্যন্ত আবদুল খালেক নামের একজনমাত্র আসামি গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অপরাপর আসামিরা।

পুলিশের গ্রেপ্তারের ভয়ে দক্ষিণ ধুরুং গ্রামের একটি পাড়ার অন্তত অর্ধশত পুরুষ এখন পালিয়ে বেড়াচ্ছেন।

সরেজমিন গেলে ওই গ্রামের রিফা আখতার, ওসমানিয়া বেগম, হালিমা বেগম ও উম্মে আইমনসহ আরও অনেকে জানান, মজিদুল্লাহ হত্যা মামলায় আসামি অজ্ঞাত থাকায় তাদের পরিবারের সদস্যদেরও আসামি করার পাঁয়তারা চলছে। ভয়ে তারাও এখন ঘরছাড়া।

তদন্তসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর বলে জানিয়েছেন মামলার তদন্তকারি সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মুহাম্মদ হানিফ।

বিএনএনিউজ২৪, হাছান কুতুবী, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ