32 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » তিশা-ফারুকীর মেয়ের ছবি ভাইরাল

তিশা-ফারুকীর মেয়ের ছবি ভাইরাল

তিশা-ফারুকীর মেয়ের ছবি ভাইরাল

বিএনএ ডেস্ক : চলতি বছরের ৫ জানুয়ারি সন্তানের বাবা ও মা হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মেয়ের নাম  রাখেন  ইলহাম নুসরাত ফারুকী।নাম জানালেও সন্তানের মুখটা একটু আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি।

শনিবার(১৬ জুলাই) ফেসবুকে মেয়েকে কোলে নিয়ে তোলা ছবি শেয়ার করে তিশা লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

হ্যাঁ, দাম্পত্যের এক যুগপূর্তিতে ইলহামের দুটি ছবি প্রকাশিত করেন তিশা। একটি তিশা ও অন্যটি ফারুকীর সঙ্গে।

উল্লেখ্য, আজ (১৬ জুলাই) এ দম্পতির বিয়ের ১২ বছর পূর্ণ হয়েছে। ফারুকী পরিচালিত ‘পারাপার’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছিলেন তিশা, সেখান থেকেই তাদের চেনাজানা। পরে ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয় দু’জনের। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ দিনের সে প্রেম থেকে ২০১০ সালের ১৬ জুলাই তারা বিয়ে করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ