20 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, ঢাকা: রাজধানীর শাহবাগে সোনারগাঁও হোটেলের সামনে বাসের ধাক্কায় ইব্রাহিম বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিমের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিশ্বাস বাড়ি গ্রামে। তার বাবার নাম সান্টু বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) রাজু মুন্সি। তিনি বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি ঘটনাস্থল দিয়ে রিকশা করে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগামী একটি বাস তাকে বহনকারী রিকশাকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। পরে তাকে চাপা দিয়ে বাসটি নিয়ে চালক পালিয়ে যান। ঘাতক বাস ও চালককে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ