17 C
আবহাওয়া
১১:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চিংড়ি ঘেরে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

চিংড়ি ঘেরে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

চিংড়ি ঘেরে ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফাঁকা গুলি বর্ষণ করে চিংড়ি ঘের জবর দখলের অভিযোগ উঠেছে। বুধবার ( ১৫ জুন) গভীর রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী এলাকার চৌধুরী ঘোনা প্রকাশ হাফেজ মিয়ার ঘোনায় এ ঘটনা ঘটে। এতে এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে ।

জানা যায়, পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘের জবর দখল, অপরের জমি দখল, খুন ,মারামারিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে । এ বাহিনীর রাম রাজত্বে এলাকার সাধারণ লোকজন জিম্মি হয়ে আছেন। এদের বিরুদ্ধে খুন, মারামারি, জবর দখলসহ বিভিন্ন মামলা থাকলে ও থেমে নেই তাদের অপকর্ম। এরা বিশাল বাহিনী গঠন করে এ অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বলে জানান এলাকার লোকজন।

সম্পতি এ চক্রের লোলুপ দৃষ্টি পড়ে চৌধুরী ঘোনার উপর। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গভীর রাতে অস্ত্রের মহড়া দিয়ে সংঘবদ্ধ এ চক্র চৌধুরী ঘোনায় ফাঁকা গুলি বর্ষণ করে। গভীর রাতে একেরপর এক গুলির শব্দে এলাকার লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে চিংড়ি ঘেরের বাসা থেকে ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে রাতে গুলি বর্ষণের ঘটনায় এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান । বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেতে এলাকাবাসী অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন ।

পোকখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রহমত উল্লাহ জানান, এ বাহিনী গভীর রাতে বৃষ্টির মত গুলি বর্ষণ করতে থাকে এবং ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। আমরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। অস্ত্রধারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

জমির মালিক পক্ষ ওবাইদুল হক চৌধুরী গংয়ের ওয়ারিশ কলিম উল্লাহ জানান, আমাদের জমি নিয়ে কোন বিরোধ নেই। যারা এসব করছে তাদের বিরুদ্ধে খুন, জবর দখল সহ বিভিন্ন মামলা ও অভযোগ রয়েছে । এটা এদের পেশা । এদের কোন দাবি থাকলে আমাদের সাথে কথা বলতে হবে, বসতে হবে। রাতের অন্ধকারে গুলি ছুঁড়ে জায়গা পাওয়া যায় না , জায়গা পেতে কাগজ লাগবে ।

স্থানীয় আয়োব আলী , জসিম, আবদুল্লাহ, সাদ্দামসহ অনেকে জানান, মোহাম্মদ ছৈয়দ, মাহমুদুল হক মেম্বার, স্থানীয় চার প্রভাবশালী এ ঘটনার মূল হোতা । এরাই সমস্ত অপকর্ম নিয়ন্ত্রণ করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি ঘের নিয়ে বিরোধ। উভয় পক্ষকে ডাকা হয়েছে। এদিকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিএনএনিউজ২৪.কম/রেজাউল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ