29 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

বান্দরবানে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১

বিএনএ, বান্দরবান : বান্দরবানের লামায় জমি নিয়ে বিরোধের জেরে মো. ওসমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ মে) লামা সরই ইউপির ১ নম্বর ওয়ার্ড মেইচ্চার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ওসমান (৪০) ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওসমানের পরিবারের সঙ্গে মো. কবিরের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে মীমাংসা প্রক্রিয়া চলমান। এরইমধ্যে আজ সকালে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধারালো দায়ের কোপে উভয়পক্ষের অন্তত নয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, তাদের ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধের বিষয়টি ইউনিয়ন পরিষদে সালিশের পক্রিয়া চলমান ছিল। তবুও উভয় পরিবারের ঝগড়ায় মো. ওসমানের মৃত্যু হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছি। নিহতের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ