বিএনএ, বিশ্বডেস্ক : হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের নিরাপত্তার জন্য একটি নতুন ফিচার চালু করেছে। যার নাম দেওয়া হয়েছে চ্যাটলক। এর সাহায্যে আপনি পছন্দমতো চ্যাট বেছে নিয়ে সেটি লক করে রাখা যাবে। অন্য কেউ আপনার এই চ্যাট আর দেখতে পাবে না।
সোমবার (১৫ মে) রাতে মার্ক তার ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, হোয়াটসঅ্যাপে নতুন লক করা চ্যাটগুলো আপনার কথোপকথনগুলোকে আরও ব্যক্তিগত করে তুলবে। কথোপকথনগুলো একটি পাসওয়ার্ডে সুরক্ষিত ফোল্ডারে লুকানো থাকবে এবং মেসেজকারী বা পাঠানো মেসেজটি আর দেখাবে না।
মেটা জানিয়েছে, চ্যাট লক ব্যবহারকারীদের তাদের সবচেয়ে ঘনিষ্ঠ কথোপকথনগুলোকে একটি আলাদা ফোল্ডারে স্থানান্তর করে দেবে, যা শুধু তাদের ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। এমনকি অন্য কারও ফোনে অ্যাক্সেস থাকলেও তারা লক করা চ্যাটের বিষয়বস্তু দেখতে পাবে না।
জানা গেছে, আগামী কয়েক মাসে হোয়াটসঅ্যাপ চ্যাট লকের জন্য আরও বিকল্প যোগ করবে। সেই সঙ্গে কানেক্টেড ডিভাইসগুলোর জন্য লক করা, চ্যাটের জন্য একটি কাস্টম পাসওয়ার্ড তৈরি করার ব্যবস্থা থাকবে।
বিএনএনিউজ/এইচ.এম।