30 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে সাংগ্রাই জলোৎসবে মেতেছে মারমারা

রাঙামাটিতে সাংগ্রাই জলোৎসবে মেতেছে মারমারা


বিএনএ, রাঙামাটি : বৈসাবি উপলক্ষ্যে রাঙামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন’ স্লোগানে রোববার (১৬ এপ্রিল) রাজস্থলীর বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) সভাপতি অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন।

এই উৎসবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসিকা আয়শা খান, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই ৫৬ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উল্লাহ জুয়েল, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইচাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ