24 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » এ. কে. খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এ. কে. খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


চট্টগ্রাম:  এ. কে. খান ফাউন্ডেশনের অর্থিক সহায়তায় ১.৮২ একর জায়গার উপর প্রায় ষাট হাজার বর্গফুটের চার তলা বিশিষ্ট এ. কে. খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। দৃষ্টিনন্দন অধুনিক ভবনের মধ্যে থাকবে এ. কে খান ইউসেপ পলিটেকনিক ইনস্টিটিউট, এ. কে. খান ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট, এ. কে. খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ যাব ও আধুনিক সুবিধা সম্বলিত সভাকক্ষ।

শুক্রবার(১৬ ফেব্রুয়ারী ২০২৪ )শুক্রবার সকাল ১০ ঘটিকায় এ. কে. খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স ভবন এর ডিডিস্কের স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. খান ফাউন্ডেশনের ট্রাস্ট্রি সেক্রেটারি  সালাউদ্দিন কাশেম খান।

ইউসেপ বাংলাদেশ এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ. কে. খান ফাউন্ডেশনের ট্রাস্টি  জিয়া উদ্দিন খান, ইউসেপ বোর্ড অব গভর্নসের সদস্য ড. উবাইদুর রব, ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং  প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মোঃ আবদুল করিম, ডাইরেক্টর প্রোগ্রাম এন্ড ইনোভেশনস প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মন্নান, ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী জয় প্রকাশ বড়ুয়া, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মাসুদ আলমসহ এ. কে. খান এন্ড কোম্পানী ও ইউসেপ বাংলাদেশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে  সালাউদ্দিন কাশেম খান বলেন, “এ. কে. খান এন্ড কোম্পানী দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহায়তা করে আসছে।  সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাধারণ শিক্ষা, মেয়াদি কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে এ. কে. খান ইউসেপ কালুরঘাট টেকনিক্যাল স্কুল ও এ. কে. খান ইউসেপ সাধারন স্কুল স্থাপনে সহায়তা করেছে। সময়ের চাহিদানুসারে আমরা এখানে এ. কে. খান ইউসেপ পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনে ইউসেপকে সহায়তা করছি। দেশের পিছিয়ে পড়া যুবসমাজকে আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এ. কে. খান এন্ড কোম্পানী ভবিষ্যতেও ইউসেপের পাশে থাকবে।”

ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং  প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মোঃ আবদুল করিম স্বাগত বক্তব্যে বলেন, ‘প্রযুক্তির রূপান্তর যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে এ. কে. খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স অসামান্য অবদান রাখবে।”

অনুষ্ঠানের সভাপতি এবং ইউসেপ বাংলাদেশ এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলাউদ্দিন সমাপনী বক্তব্যে ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে এ. কে. খান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথি জনাব সালাউদ্দিন কাশেম খান অতিথিগণকে সাথে নিয়ে এ. কে. খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিএনএ‌নিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ