29 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খালে পড়ল ৪০ হাজার লিটার ডিজেল

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খালে পড়ল ৪০ হাজার লিটার ডিজেল


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি)  সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এই দুর্ঘটনা ঘটে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন।

তিনি বলেন, তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়ে গেছে। আনুমানিক ৪০ হাজার লিটার তেল পড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থতি একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিজিপিওয়াই এর মাস্টার আবদুল মালেক বলেন, ড্রেন হয়ে ইয়ার্ডের পাশে থাকা একটি খালে গিয়ে তেল পড়েছে। আমরা তেল উদ্ধারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ