30 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » বাবা চেয়েছিলেন, তাই হেলিকপ্টার চড়ে বিয়ে

বাবা চেয়েছিলেন, তাই হেলিকপ্টার চড়ে বিয়ে


বিএনএ, গাজীপুর : সন্তানকে নিয়ে বাবাদের বিভিন্ন ইচ্ছা থাকে। ইফতেখার আহমেদ নীরব নামে এক চিকিৎসকের বাবার স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টার চড়ে বিয়ে করবে। কিন্তু সে ইচ্ছেটা দেখে যেতে পারেননি। ২০২০ সালে মারা যান তিনি।

চিকিৎসক ছেলে বাবার সে ইচ্ছেটাই পূরণ করলেন। হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন।

ইফতেখারের সঙ্গে গাজীপুর শহরের হাজীবাগ এলাকার মীম আক্তারের বিয়ে ঠিক হয়। বর কনে দু’জনই পেশায় চিকিৎসক। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ছিল তাদের বিয়ের অনুষ্ঠান।

বিকালে কয়েকজন স্বজনকে নিয়ে বিসিএল এভিয়েশনের একটি হেলিকপ্টারে উড়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গিয়ে অবতরণ করেন ডা. ইফতেখার আহমেদ নীরব।

জানা যায়, ২০২০ সালে মারা যান বর ডা. ইফতেখার আহমেদের বাবা। মৃত্যুর আগে তার ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে ছেলেকে বিয়ে করাবেন।

বাবার শেষ ইচ্ছা পুরণ করতে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য বিসিএল এভিয়েশনের একটি হেলিকপ্টার ১ লাখ ৩০ হাজার টাকায় ভাড়া করেন ডা. ইফতেখার আহমেদ।

তিনি কয়েকজন স্বজনকে নিয়ে বাড়ির পাশের গাছা থানার খাইলকৈর বটতলা থেকে হেলিকপ্টারে চড়ে ৭/৮ কিলোমিটার দূরের গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গিয়ে অবতরণ করেন। এসময় কনে পক্ষের লোকজন তাদেরকে অভ্যর্থনা জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ