27 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » মূল পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ:সেতুমন্ত্রী

মূল পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ:সেতুমন্ত্রী

মূল পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ:সেতুমন্ত্রী

বিএনএ,ঢাকা: মূল পদ্মা সেতুর ৯২ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৪ ভাগ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন করে ওবায়দুল কাদের আরও বলেন, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।এ সেতুকে ঘিরে দেশের আগামি দিনের উন্নয়ন আবর্তিত হবে।পদ্মাসেতুর কাজ শেষ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

আগামির চ্যালেঞ্জ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন,প্রথমটি হচ্ছে সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দ্বিতীয়ত, ভিশন ২০২১, ৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।

সেতুমন্ত্রী বলেন, তার নতুন কোন স্বপ্ন নেই,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্যা কন্যা শেখ হাসিনার স্বপ্নের সঙ্গে স্বপ্ন সব মিশিয়ে দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

বিএনএনিউজ/আরকেসি

Total Viewed and Shared : 132 


শিরোনাম বিএনএ