30 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » গাজা থেকে ইসরায়েলি সেনাদের একটি ডিভিশন প্রত্যাহার

গাজা থেকে ইসরায়েলি সেনাদের একটি ডিভিশন প্রত্যাহার

ইসরায়েলি সেনা

বিশ্ব ডেস্ক : ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যাকা থেকে তাদের ৩৬ তম ডিভিশন প্রত্যাহার করতে শুরু করেছে। এই ডিভিশনের সৈন্য লেবাননের সীমান্তে মোতায়েন করার সম্ভাবনা রয়েছে।

উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে গাজায় গণহত্যার প্রতিবাদে লেবানিজ হিজবুল্লাহ বাহিনীর প্রায়শ: আক্রমনে ইসরায়েল অনেকটা দিশেহারা।

টাইমস অব ইসরায়েল সোমবার(১৫ জানুয়ারি ২০২৪) রাতে এক প্রতিবেদনে জানায়, একটি ডিভশন প্রত্যাহার  করা হলেও ১৬২ তম ডিভিশন উত্তর গাজায় রয়ে গেছে, হামাসের অবকাঠামো শনাক্ত করতে এবং এর অবশিষ্ট হামাস যোদ্ধাদের হত্যা বা বন্দী করার জন্য।

সে সাথে ৯৯তম ডিভিশন গাজা উপত্যাকার কেন্দ্রীয় অংশে কাজ করছে এবং ৯৮তম ডিভিশন দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে।

গত ৮০ দিনে আইডিএফ এর ৩৬ তম ডিভিশন গাজা শহরের জেইতুন, শাতি, শেজাইয়া এবং রিমাল পাড়ায় কাজ করেছে, যেখানে IDF হামাসের সমস্ত ব্যাটালিয়নকে ভেঙে দিয়েছে। এটি সম্প্রতি মধ্য গাজাতেও কাজ করেছে।

গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘ হবে জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনীে আইডিএফ বলেছে, কিছু সৈন্যকে প্রশিক্ষণে পাঠানো হচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪হাজার ১০০ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০হাজার৮০০ জনেরও বেশি আহত হয়েছে।

আরও পড়ুন :

মন্ত্রীদের তীব্র অসন্তোষের মধ্যে বাজেট অনুমোদন দিলেন নেতানিয়াহু

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ