29 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ভোটারবিহীন কেন্দ্রে কড়া নিরাপত্তা!

ভোটারবিহীন কেন্দ্রে কড়া নিরাপত্তা!

ভোটারের আনাগোনাহীন কেন্দ্রেও কড়া নিরাপত্তা

বিএনএ, সাভার: সবচেয়ে বেশি ভোটারের এলাকা হলেও সাভারের ভোটকেন্দ্রগুলোতে নেই ভোটারদের আনাগোনা। শনিবার (১৬ জানুয়ারী)সকাল থেকে শুরু হওয়া ভোটে কোন অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও পুরো এলাকাকে মুড়ে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে।

সকাল থেকে পৌরসভার সাভার ল্যাবরোটরি স্কুল কেন্দ্র, রেডিও কলোনি স্কুল, গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলঝোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে এই চিত্র দেখা গেছে।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত সাভার পৌর নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও পৌরসভার ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার সাভার পৌরসভা নির্বাচনে ৫২ জন প্রার্থী এই নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮৪টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৮ হাজার ৮৮ জন ভোটারের ভোটে নির্বাচিত হবেন নতুন জনপ্রতিনিধিরা।

ভোটে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের আবদুল গণি, বিএনপির রেফাত উল্লাহ এবং ইসলামী আন্দোলনের মোশারফ হোসেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং তিনটি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৯ জন।

এদিকে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল শুক্রবার সকাল থেকেই সাভার পৌরসভায় ৬ প্লাটুন (২৪০ জন) বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে পুলিশ, র‌্যাব ও বিপুল সংখ্যক আনসার মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন খান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। খারাপ কোনো খবর এখনও পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এব্যাপারে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মুনীর হোসাইন খান বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, খারাপ কোনও প্রতিবেদন পাওয়া যায়নি। এটি আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি নির্বাচনী এলাকাগুলোতে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা জানান তিনি।

বিএনএ/ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ