17 C
আবহাওয়া
৬:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

বিএনএ, বিশ্ব ডেস্ক: জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, বুধবার (১৫ নভেম্বর) আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ১০৯ কিলোমিটার (৬৭.৭৩ মাইল) গভীরতায় ছিল বলে তারা জানিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর মাত্র একদিন আগেই ৪.৯ মাত্রার ভূমিকম্প দক্ষিণ সুদান এবং উগান্ডার সীমান্তের আশেপাশের অঞ্চলে আঘাত হানে।
খবর আল-অ্যারাবিয়ার।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছিল, ভূমিকম্পের গভীরতা ছিল ৮ কিমি (৪.৯৭ মাইল)।

এদিকে ভারত মহাসাগরের তলদেশেও ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও ভারত। পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ২টা ১১ মিনিটে দেশটির দক্ষিণপূর্বে ভারত মহাসাগরের তলদেশে আঘাত হানে ভূমিকম্পটি।

আরও পড়ুন: গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। লাদাখের কার্গিলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৪।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রা থেকে এক হাজার ২৯৫ কিলোমিটার দূরে ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এটি আঘাত হানে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত