31 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ২৩ সালের জুনে চলবে কক্সবাজার রুটে ট্রেন

২৩ সালের জুনে চলবে কক্সবাজার রুটে ট্রেন

২৩ সালের জুনে চলবে কক্সবাজার রুটে ট্রেন

বিএনএ, ঢাকা: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৩ সালের ৩০ জুন থেকে ট্রেনে করে কক্সবাজার যাওয়া যাবে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ১৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেল সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আমরা সমস্ত মিটার গেজকে ব্রড গেজে রূপান্তর করছি। কারণ আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশ তারা সমস্ত রেললাইন ব্রডগেজে রূপান্তর করে ফেলেছে।

তিনি বলেন, সিরাজগঞ্জের ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন রেললাইনের কাজ এগিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেললাইন চালু হলে উত্তরবঙ্গের জেলাগুলোকে অতিরিক্ত প্রায় ১০০ কিলোমিটার পথ ঘুরতে হবে না। ফলে সময় বাঁচবে কমপক্ষে দেড় ঘণ্টা।

অনুষ্ঠানে এসময় বক্তব্য দেন রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) জয়দেব কুমার ভদ্র। অনুষ্ঠানে রেলেওয়েতে ভালো কাজের জন্য রেলওয়ের ঢাকা বিভাগের ১ কর্মকর্তা ও ৩২ জন কর্মচারীকে পুরস্কার দেওয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ