28 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » শার্শায় ফেন্সিডিলসহ কারবারি গ্রেপ্তার

শার্শায় ফেন্সিডিলসহ কারবারি গ্রেপ্তার

শার্শায় ফেন্সিডিলসহ কারবারি গ্রেপ্তার

বিএনএ, যশোর: যশোরের শার্শায় ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ কুদ্দুস আলী (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামী কুদ্দুস আলী শার্শা থানার অগ্রভূলট গ্রামের মৃত মোসলিম মোড়লের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে এসআই মো. মাহফুজ হোসেন, এসআই আনিসুর রহমানসহ পুলিশের একটি চৌকস টিম অগ্রভুলট গ্রাম থেকে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ কুদ্দুস আলীকে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুন: ঝালকাঠিতে খালে কিশোরীর ভাসমান মরদেহ

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বিএনএনিউজ২৪ডটকম প্রতিবেদককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার কুদ্দুস ও তার সহযোগিদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে কুদ্দুসকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন,  হাছিনা আখতার মুন্নী

Total Viewed and Shared : 1170 


শিরোনাম বিএনএ