32 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৪
Bnanews24.com
Home » নিউমার্কেট চত্বরে বৈষম্যবিরোধীদের অবস্থান

নিউমার্কেট চত্বরে বৈষম্যবিরোধীদের অবস্থান

নিউমার্কেট চত্বরে বৈষম্যবিরোধীদের অবস্থান

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের নিউমার্কেট চত্বরে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে শিক্ষার্থী ও নানা পেশার মানুষ জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের পাশে নানা পেশার মানুষ জড়ো হয়েছেন। ‘জাতীয় শোক দিবসের’ আগেই সর্বাত্মক অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়।

গণমাধ্যম সূত্র জানায়, সকাল থেকেই প্রায় হাজারখানেক শিক্ষার্থী-জনতা উপস্থিত হয় নিউমার্কেট চত্বরে। এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই’, ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘খুনী হাসিনার ঠিকানা, এই বাঙলায় হবে না’, ‘শেখ হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’— এমন নানা স্লোগান দেন। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থানের কারণে সদরঘাট, কোতোয়ালী, জুবিলী এবং কেসিদে রোডে ব্যাপক যানজটের কারণে মানুষের দুর্ভোগ পৌঁছে চরমে।

গত ১৩ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে সারাদেশে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে পরপর দুদিন নগরের ষোলশহর স্টেশন এলাকায় মিছিল-সমাবেশ করেন তারা।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ