29 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় জেলেকে জরিমানা, জাল ধ্বংস

সাতকানিয়ায় জেলেকে জরিমানা, জাল ধ্বংস

সাতকানিয়ায় জেলেকে জরিমানা, জাল ধ্বংস

বিএনএ, সাতকানিয়া : চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার তেমুহনী এলাকায় গরল খাল থেকে ১০০ মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বেহুন্দি জাল পাতার দায়ে এক জেলেকে ২০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার (১৪ জুলাই) উপজেলা ও পৌর সদরের মধ্যম রামপুর ডলু নদীর তীরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। দণ্ডিত ওই জেলে হলেন, প্রবিত জলদাশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিষিদ্ধ বেহুন্দি জাল পেতে মাছ আহরণের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় এক জেলেকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মাছ আহরণে ব্যবহৃত নিষিদ্ধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জাল পুড়িয়ে ধ্বংস
জাল পুড়িয়ে ধ্বংস

উল্লেখ্য, বর্ষা মৌসুমে খাল—বিলে নিষিদ্ধ বেহুন্দি, ভাসা জালসহ নানা ধরনের নিষিদ্ধ জাল পেতে মাছ আহরণের কারণে ছোট প্রজাতির নানা জাতের মাছ প্রায় বিলুপ্তির পথে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।

এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১ বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার ১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার জাপানে শতবর্ষী নাগরিকের সংখ্যা ৯৫ হাজার ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ঝিনাইদহে দুই শিবিরকর্মী হত্যার দায়ে ৮পুলিশসহ ২৩জনের বিরুদ্ধে মামলা জুলাই গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিক হলেও রেহাই নেই : নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ