29 C
আবহাওয়া
১:২২ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » অক্সিজেন সাপোর্ট চেয়েছিলেন শিক্ষার্থী, চটে গেলেন মেডিকেল কর্মকর্তা

অক্সিজেন সাপোর্ট চেয়েছিলেন শিক্ষার্থী, চটে গেলেন মেডিকেল কর্মকর্তা


বিএনএ, নোবিপ্রবি: অক্সিজেন সাপোর্ট এবং ওষুধ চাওয়ায় শিক্ষার্থীদের ওপর রেগে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ ওঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেডিকেল অফিসার ডা. ইসমাত আরা পারভীনের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, বুধবার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান তার সহপাঠী ও জুনিয়ররা। মেডিকেল সেন্টারেই তাকে অক্সিজেন দেওয়া হয়। হঠাৎ অক্সিজেন শেষ হয়ে গেলে ওষুধ ও অক্সিজেনের ব্যাপারে কর্মরত মেডিকেল অফিসার ডা. ইসমাত আরা পারভীনকে জানানো হয়। এতে তিনি শিক্ষার্থীদের ওপর চটে যান এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা জানান, অক্সিজেন ও ওষুধের ব্যাপারে আমরা মেডিকেল অফিসার ড. ইসমাত আরা পারভীনকে জানালে তিনি আমাদের ওপর চটে যান। আমাদের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। ওষুধ ও অক্সিজেনের জন্য ট্রেজারার ও উপাচার্যের কাছে যেতে বলেন। শান্তভাবে কথা বলার জন্য অনুরোধ করলে জবাবে তিনি বলেন, ‘আমার কথা এ রকমই। সহ্য হলে হবে, না হলে নাই।’

তবে এসব ঘটনা ঘটেনি বলে জানান ড. ইসমাত আরা পারভীন। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা কথা। এমন কোনো ঘটনাই ঘটেনি মেডিকেল সেন্টারে। এসব আমার বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত।’

এদিকে ডা. ইসমত আরা পারভীনের বিরুদ্ধে নিয়মিত অফিস না করা এবং অফিস টাইম শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স ব্যবহার করে জেলা শহর মাইজদীতে সেবা প্রদানের অভিযোগ রয়েছে।

নিয়মিত মেডিকেল সেন্টারে না আসার বিষয়ে ইসমত আরা বলেন বলেন, এগুলো তোমরা বলতে পারো না, এসব সাংবাদিকদের কাজ না, এসবের জন্য আমাদের দায়িত্বরতরা আছেন, তারা দেখবেন। ক্যাম্পাসে আরও অকারেন্স হচ্ছে, তোমরা সেগুলো দেখ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (প্রশাসন) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘অতিদ্রুত সময়ের মধ্যে মেডিকেল সেন্টারের সব সমস্যা সমাধান করব।’

বিএনএ/ শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ