বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে মায়ের সাথে অভিমান করে বৃষ্টি আক্তার (১৬) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের মধ্য কেলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিজ বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
নিহত বৃষ্টি আক্তার কুল্লা ইউনিয়নের মধ্য কেলিয়া গ্রামের আবু সাইদের মেয়ে। তিনি ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির বাবা ও মা তার সাথে বকাঝকা করে। পরিবারে আর্থিক অনটন লেগেই থাকতো। এরই জের ধরে বিকেলে ফাঁকা বাড়িতে কেউ না থাকায় সুযোগে গলায় ফাঁস দেয় বৃষ্টি।
ধামরাই থানার এসআই আব্দুস সালাম বলেন, মায়ের সঙ্গে অভিমান করে বৃষ্টি আক্তার নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কোনো অভিযোগ না থাকায় মৃতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/ইমরান,মনির
Total Viewed and Shared : 127