36 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » সোহরাওয়ার্দী উদ্যানে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা

সোহরাওয়ার্দী উদ্যানে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা


বিএনএ, ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচার পাশাপাশি সেবনও করা হয়। সে কারণে আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।

সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা জোরদারে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে:

১. রাজু ভাস্কর্যের পেছনের টিএসসি সংলগ্ন গেট স্থায়ীভাবে বন্ধ হবে।

২. অবৈধ দোকান উচ্ছেদ ও মাদক প্রতিরোধে যৌথ অভিযান চলবে।

৩. নিয়মিত নজরদারির জন্য একটি কমিটি গঠন করা হবে।

৪. উদ্যানে সিসিটিভি ও আলোর ব্যবস্থা করা হবে।

৫. ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে।

৬. রমনা পার্কের মতো শৃঙ্খলা আনা হবে।

৭. রাত ৮টার পর সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ