28.1 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - মে ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে আরও আগ্রাসী ইসরায়েল

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে আরও আগ্রাসী ইসরায়েল

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে আরও আগ্রাসী ইসরায়েল

 

বিএনএ, বিশ্বডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। ভয়াবহ হামলায় একদিনে প্রাণহানি দাঁড়িয়েছে ৮৪ জনে। ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইসরায়েল গাজায় বিধ্বংসী হামলা চালিয়ে যাওয়ার এবং সম্প্রসারণের জোরালো ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, কেবল উত্তর গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ ফিলিস্তিনির। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অনেকে। উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাই মোবাইল ফোনের আলোয়, ম্যানুয়াল পদ্ধতিতে চলছে হতাহতদের বের করে আনার চেষ্টা।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আবাসিক ভবন ও আশ্রয়শিবিরগুলো টার্গেট করে চলছে হামলা। যাতে বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যায়।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি আগ্রাসনে ৫২ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন সময়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। শিগগিরই ইতিবাচক ঘোষণা আসবে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ।

উল্লেখ্য, গাজায় দেড় বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি এখন ৫৩ হাজার ছুঁইছুঁই।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ