35 C
আবহাওয়া
৬:০৮ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কোয়ারেন্টাইন শেষে মাঠে নামার অপেক্ষা

কোয়ারেন্টাইন শেষে মাঠে নামার অপেক্ষা


বিএনএ স্পোর্টস ডেস্ক :সমুদ্রের গর্জন শুনে ঘুমাতে যাওয়া। সকালে চোখ মেললেই দেখা যায় সাগরের নীল জলরাশি। বারান্দায় শীতল হাওয়ার সঙ্গে জমে যাওয়া শরীরের আড়মোড়া ভাঙে। এরপর ফিটনেস ট্রেনিং। দিনে-রাতে বাকিটা সময় শুয়ে বসে কাটানো। আর সময়মতো খাওয়া। গত তিনদিন শ্রীলঙ্কার নেগোম্বোতে এভাবেই রুম কোয়ারেন্টাইনে দিন কাটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষ হচ্ছে বুধবার (১৪ এপ্রিল) রাতে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনা পরীক্ষার পর রিপোর্ট হাতে পেলে অনুশীলনের অনুমতি পাবেন ক্রিকেটাররা। এর আগে শ্রীলঙ্কায় পৌঁছে করোনা পরীক্ষা করান মুমিনুল হকরা। প্রথম রিপোর্টে সফরকারী দলের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন আশা করছেন, দ্বিতীয় পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসবে।

দুটি টেস্ট খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা পৌঁছেছে গত সোমবার (১২ এপ্রিল)। দল উঠেছে সাগরপাড়ের জেটউইং বিচ রিসোর্টে।

১৭-১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

কোভিডের কারণে শ্রীলঙ্কা কোনও নেট বোলার সরবরাহ করতে পারবে না। এজন্য বড় স্কোয়াড নিয়ে সেখানে গেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

প্রসঙ্গত, সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিসিয়াল নাম ‘ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ।’

প্রাথমিক দল: মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

Loading


শিরোনাম বিএনএ