24 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রমজানে ব্যাংকের লেনদেন ৫ ঘণ্টা

রমজানে ব্যাংকের লেনদেন ৫ ঘণ্টা

ব্যাংক লেনদেনের সময় বাড়ল

বিএনএ, ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের কর্মঘণ্টা ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে নতুন এই সময়সূচি জানানো হয়।

সার্কুলারে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

পবিত্র রমজান মাস শেষ হলে অফিস সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ