বিএনএ ডেস্ক, ঢাকা: অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ বছরের সাজা দেয় আদালত। সেই সাজা এড়াতে গত ১৮ বছর পালিয়ে ছিলেন মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের মো. ইকবাল হোসেন (৫২)।
মঙ্গলবার (১৫ মার্চ) টংগিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন গণ্যমাধ্যমকে জানান, সোমবার মধ্যরাতে রাজধানীর সূত্রাপুরের কলতাপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয় ইকবাল। সেই অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ মাস জেল খেটে জামিন পান তিনি। এরপর চলে যান আত্মগোপনে।
পুলিশ জানায়, ইকবাল এতদিন জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে সূত্রাপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। ওই এলাকায় সে নিজেকে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।
পুলিশ জানায় তার আসল নাম মো. মারুফ হোসেন ইকবাল। তিনি নাম পরিবর্তন করে মো. ইকবাল হোসেন ব্যবহার করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
বিএনএ/ এ আর