26 C
আবহাওয়া
৮:০৭ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » জাল টাকা উদ্ধার:সাহেদ-মাসুদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জাল টাকা উদ্ধার:সাহেদ-মাসুদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু


বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক): জাল টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও মাসুদ পারভেজের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।সোমবার (১৫ মার্চ) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা বিচারক রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী র‍্যাবের ডিএডি মজিবুর রহমানসহ চারজন। এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ মার্চ দিন ধার্য করেন।

সাক্ষ্য দেয়া অপর তিন সাক্ষী হলেন- র‍্যাবের এএসআই সানাউল্লাহ, সিপাহী আনিছুর রহমান ও নায়েক নুরুল হক।

গত বছরের ১৫ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার র‌্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

উল্লেখ্য,২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে ঢাকা আনা হয়। তার বিরুদ্ধে করোনা সার্টিফিকেট জালিয়াতি, অস্ত্র মামলাসহ কয়েকটি মামলা দায়ের করা হয়।ওই বছরের ২৮ সেপ্টেম্বর একটি অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Total Viewed and Shared : 112 


শিরোনাম বিএনএ