30 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চবির ভর্তি পরীক্ষা দেওয়া যাবে রাবিতে

বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে চবির সোহরাওয়ার্দী হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘বিজয়’ ও ‘সিক্সটি নাইন’ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে এই দুই গ্রুপের সদস্যদের মধ্যে কথা কাটাকাটির জেরে প্রায় এক ঘণ্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর সমর্থকদের এবং ৬৯ গ্রুপ সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থকদের গ্রুপ বলে পরিচিত।

শিক্ষার্থীরা জানায়, কামরুল ইসলাম নামে এক শিক্ষার্থী ৬৯ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিজয় গ্রুপে যোগ দেন। মূলত গ্রুপ পাল্টানো নিয়ে দুই গ্রুপের মধ্যে আগে থেকে বিরোধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল মুরাদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকেই বোঝানো হচ্ছে। এ ব্যাপারে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ