বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী, সাবেক সেনা কর্মকর্তা, প্রাবোও সুবিয়ান্তো প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। সুবিয়ান্তো গণনাকৃত ভোটের ৫৫ শতাংশেরও বেশি জিতে নিয়েছেন। খবর জাকার্তা পোস্ট।
সুবিয়ান্তো এর আগেও দেশটির দুই বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন।
ইন্দোনেশিয়ার নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পান, তাহলে তাকে আর রান-অফ লড়তে হয় না। সুবিয়ান্তো যে পরিমাণ ভোট পেয়েছেন তাতে তিনি একবারেই প্রেসিডেন্ট হতে পারবেন। তবে আনুষ্টানিক ঘোষণা বাকি রয়েছে।
প্রাবোও সুবিয়ান্তো ডোজজাদিকুসুমো, ৭২, একজন অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট জেনারেল, একজন ব্যবসায়ী এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী (২০১৯-বর্তমান)। ২০০৪ সালে তিনি দেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন।
এসজিএন