35 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে কারখানার ভবন ধসে দুই শ্রমিক নিহত

গাজীপুরে কারখানার ভবন ধসে দুই শ্রমিক নিহত

গাজীপুরে কারখানার ভবন ধসে দুই শ্রমিক নিহত

বিএনএ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহটিতে একটি কারখানায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে আরিফুল ইসলাম (২১) ও দিনাজপুরের চিরিরবন্দর থানার নানিয়াটেকি গ্রামের রজনী চন্দ্র বর্মনের ছেলে শ্রী মুকুল চন্দ্র বর্মন। তারা কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকাল ৪টার দিকে ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন ঢালাই কাজে থাকা নির্মাণ শ্রমিকরা।

ভবন নির্মাণে ঠিকাদারের দায়িত্বে ছিলেন সারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিক মোল্লা জানান, ভবন নির্মাণে ৭৩ জন শ্রমিক কাজ করছিলেন। কতজন নিখোঁজ আছে আমরা খোঁজ নিচ্ছি। তবে হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিকালে হ্যামস গার্মেন্টেসের ছাদ ঢালাই করার সময় নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এখন পর্যন্ত আরিফুলসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামুন নামে একজন গুরুতর আহত হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ