27 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » লেনদেনের শীর্ষে মোবাইল ব্যাংকিং

লেনদেনের শীর্ষে মোবাইল ব্যাংকিং

ব্যাংকিং

বিএনএ ডেস্ক: মোবাইল ব্যাংকিং সেবার এক যুগ হতে চলেছে। ব্যাংকে না গিয়েও মোবাইলে এক নিমেষেই টাকা লেনদেন সেবা শুরু হয় ২০১১ সালের ৩১ মার্চ। কিছুদিন পরেই দেশের আর্থিক সেবায় বড় বিপ্লব ঘটানো এই সেবার ১২ বছর পূর্ণ হবে। এখন প্রতি মাসে লাখ কোটি টাকা লেনদেন হচ্ছে মোবাইলে আর্থিক সেবা বা এমএফএসের মাধ্যমে।

নব্বইয়ের দশকে যখন দেশে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়, এই ফোনই যে একসময় অনেক আর্থিক লেনদেনের বড় মাধ্যম হয়ে উঠবে, এমন পূর্বাভাসও তখন কেউ দেয়নি। আর এক যুগ আগে যখন এই সেবা শুরু হয়, তখন এই সেবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। কিন্তু এখন বাস্তবতা হলো বিকাশ, রকেট, নগদের মতো সেবা এখন প্রতি মুহূর্তের আর্থিক প্রয়োজনে অপরিহার্য অংশ। হাতের মুঠোফোনটিই এখন নগদ টাকার চাহিদা মেটাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এখন এমএফএস।

শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানোর সুবিধার কারণে দেশে মোবাইল ব্যাংকিং সেবা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। দিন যতো যাচ্ছে ততোই এই সেবার ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। ফলে বাড়ছে গ্রাহক ও লেনদেন।

একক মাসের হিসাবে গত বছরের শেষ মাস ডিসেম্বরে ৯৬ হাজার ১৩২ কোটি টাকার লেনদেন হয়েছে। যা এই সেবা চালু হওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের এপ্রিলে লাখ কোটি টাকার বেশি, এক লাখ সাত হাজার ৪৬০ টাকা লেনদেন হয়েছিল।

নভেম্বর মাসে এমএফএসের মাধ্যমে টাকা পাঠানো, উত্তোলন, বেতন-ভাতা সবকিছু মিলিয়ে লেনদেন হয় ৯২ হাজার ১২৫ কোটি টাকা। নভেম্বরের চেয়ে ডিসেম্বরে লেনদেন ৪ হাজার ৭০০ কোটি টাকা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়সহ দেশে বর্তমানে ১৩টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দিচ্ছে। ডাক বিভাগের সেবা ‘নগদ’ একই ধরনের সেবা দিচ্ছে।

গত বছরের ছয় মাসের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, জুলাই মাসে ৮৯ হাজার ১৬৯ কোটি টাকা, আগস্টে ৮৭ হাজার ৪৪৬ কোটি, সেপ্টেম্বরে ৮৭ হাজার ৬৮৫ কোটি এবং অক্টোবরে ৯৩ হাজার ১৩ কোটি টাকা লেনদেন হয়েছিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ