16 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সাড়ে ৭ হাজার ইয়াবাসহ আটক ২

সাড়ে ৭ হাজার ইয়াবাসহ আটক ২

সাড়ে ৭ হাজার ইয়াবাসহ আটক ২

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে ৭ হাজার ৭৬২ পিস ইয়াবাসহ  দুই যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৫ জানুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটককৃত দুই যুবক হলেন মো. রাসেল মিয়া (৩৫)। রাসেল রংপুর জেলার পীরগঞ্জ থানার আবদুল আজিজের ছেলে এবং মো. জাহিদ হাসান রাজিব (২২)।রাজিব ছোট রংপুর থানার মো. আবুল কাশেমের ছেলে ।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে  জানান,  কক্সবাজার থেকে মাইক্রোবাসের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা রংপুরে পাচারের সময় শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।তাদের কাছ থেকে ৩৮ লাখ ৮১ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৭৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবাসহ আটক দুই যুবককে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ