29 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » পুতুল বিক্রির ছলে ইয়াবা ব্যবসা, আটক ৭

পুতুল বিক্রির ছলে ইয়াবা ব্যবসা, আটক ৭

নারায়ণগঞ্জে ৭ মাদক ব্যবসায়ী আটক

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকা থেকে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।শুক্রবার(১৬ জানুয়ারী) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জানু মাল (৩৯), আশরাফুল (৫০), রাজু সরদার (২২), ইসলাম মাল (৩২), তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) এবং শরৎ আলী।  এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার টাকা এবং বিপুল পরিমাণ বাচ্চাদের খেলনা সামগ্রী পুতুল জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জানান, আটকরা সবাই মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নেন। মাদক ব্যবসার সুবিধার্থে একেক সময় একেক জায়গায় অবস্থান করেন। খেলনা পুতুল ফেরি করে বিক্রির ছলে পুতুলের ভেতর ইয়াবা ভর্তি করে পরিবহন করতেন। বাস এবং ট্রেনে ফেরি করে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করেন। আড়ালে এসব খেলনার ভেতরে থাকে ইয়াবা ট্যাবলেট। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন বাসা পরিবর্তন করে ফেরি করে বাচ্চাদের সাধারণ খেলনা সামগ্রী বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা করতেন।

বিএনএ/এসকে,ওজি

Loading


শিরোনাম বিএনএ