বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ ও বিক্রির জন্য ৪টি কোল্ড স্টোরেজকে ৭৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতে।
র্যাব-১০ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাটালিয়নের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
এ সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রিয় ও বাজারজাতকরণ করায় ৪টি কোল্ড স্টোরেজকে মোট ৭৪ লাখ টাকা জরিমানা করেন।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে এসব অসাধু ব্যবসায়ী অপরিষ্কার স্থানে অস্বাস্থ্যকর পঁচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রি ও বাজারজাত করছিলেন।
বিএনএ/ওজি