21 C
আবহাওয়া
৯:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গ্যাস সিলিন্ডারে ২৪ হাজার ৮শ’ পিস ইয়াবা

গ্যাস সিলিন্ডারে ২৪ হাজার ৮শ’ পিস ইয়াবা

গ্যাস সিলিন্ডারে ২৪ হাজার ৮শ' পিস ইয়াবা

বিএনএ, ঢাকা : রাজধানীর কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতর লুকায়িত অবস্থায় ২৪ হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-২। আটক করা হয়েছে ৩ জন মাদক ব্যবসায়ীকে। এছাড়া রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় প্রাইভেটকার থেকে ৪৮১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার।

র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাইভেটকারে করে মাদক পাচার হওয়ার তথ্যে ব্যাটালিয়নের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাতে কাওরান বাজারস্থ বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের গেইটের সামনে চেকপোস্ট বসায়। সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করতে থাকে। এক পর্যায়ে রাত ১২টা ৫ মিনিটে ১টি সাদা রঙয়ের প্রাইভেটকার চেকপোস্টের সামনে পৌঁছালে সেটি থামাতে সংকেত দেন দায়িত্বরতরা। প্রাইভেটকার থেকে চালকসহ তিনজন ব্যক্তি জানান, তারা কক্সবাজারের টেকনাফ থেকে এসেছেন বলে জানান। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ইয়াবার চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা প্র্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে জানান, গাড়িতে ইয়াবা রয়েছে। এরপর তাদের দেওয়া তথ্যে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিশেষ কায়দায় কেটে তার ভিতরে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটক করা হয় মোহাম্মদ আলী হোসেন (৪৫), জাকির হোসেন (৪০) ও জুয়েল হোসেন (২৭) নামের ওই তিনজনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার থেকে অভিনব পন্থায় গ্যাস সিলিন্ডারের ভিতরে ইয়াবা ঢুকিয়ে তা ঝালাই করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

এদিকে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, শুক্রবার সকাল পৌনে ৯টায় ব্যাটালিয়নের একটি দল রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় প্রাইভেট কারের পিছনে বিশেষ কৌশলে বহনকৃত ৪৮১ বোতল ফেন্সিডিলসহ দীন ইসলাম ওরফে মোল্লা (২৯) নামের একজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল প্রাইভেট কারের পিছনে বিশেষ চেম্বারে বহন করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছিলেন।

বিএনএ/এসকে, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ