29 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » পৌর নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার – ওবায়দুল কাদের

পৌর নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার – ওবায়দুল কাদের

২২ সালে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মাসেতু: ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না ।  অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দেবে। এটা সরকারের দায়িত্ব।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌর নির্বাচনের প্রচারণা শান্তিপূর্ণ হয়েছে। অতীতের মতো এখন স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত ও রক্তপাত হয় না। আগামীকাল (শনিবার) ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের আরো বলেন, ভোট গ্রহণের কার্যকর পদ্ধতি হিসেবে ধীরে ধীরে ইভিএমের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এটি চালু করার পর কেন্দ্রে উপস্থিতি বাড়ছে ভোটারদেরও। তাই বিষয়টাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখতে চাই। কিন্তু অন্য আরো অনেক বিষয়ের মতো এই পদ্ধতি নিয়েও সমালোচনা করেছে বিএনপি, যদিও একই সাথে তারা এই পদ্ধতির অধীনে নির্বাচনে অংশ নিয়েছে।

সরকারকে জনগণ ক্ষমা করবে না’ মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ