30 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » কোরআনের আলোকে ১০০টি উপদেশ

কোরআনের আলোকে ১০০টি উপদেশ

কোরআনের আলোকে ১০০টি উপদেশ

বিএনএ, ডেস্ক: আল কোরআন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী। এটি আরবি শাস্ত্রীয় সাহিত্যের সর্বোৎকৃষ্ট রচনা। কুরআনকে প্রথমে অধ্যায়ে (আরবিতে সূরা) ভাগ করা হয় এবং অধ্যায়গুলো (সূরা) আয়াতে বিভক্ত করা হয়েছে। এই কিতাব আল্লাহর ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদের কাছে মৌখিকভাবে ভাষণ আকারে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করেন, দীর্ঘ তেইশ বছর ধরে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়।

কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ৬০৯ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর যখন মুহাম্মদের বয়স ৪০ বছর। এবং অবতরণ শেষ হয় ৬৩২ খ্রিষ্টাব্দে। কোরআন হচ্ছে মুহাম্মদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা যা তার নবুয়তের প্রমাণস্বরূপ এবং ঐশ্বরিক বার্তা প্রেরণের ধারাবাহিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় যা আদম থেকে শুরু হয়ে মুহাম্মদের মধ্য দিয়ে শেষ হয়। জীবন চলার পথ কুলুসমুক্ত ও পরিপাটি করে তোলার জন্য কোরআন অবতীর্ণ করা হয়।

মানবজাতির প্রতি পবিত্র কোরআনের ১০০টি উপদেশ ধারাবাহিকভাবে দেওয়া হবে।

১। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনেশুনে সত্য গোপন কোরো না। (সূরা: বাকারা, আয়াত:৪২)
২। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও, আর নিজেদের বিস্মৃত হও। (সূরা:বাকারা, আয়াত:৪৪)
৩। দুষ্কৃতকারীরূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। (সূরা: বাকারা, আয়াত:৬০)
৪। কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিয়ো না। (সূরা: বাকারা, আয়াত:১১৪)
৫। কারো অন্ধ অনুসরণ করা যাবে না।
৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না।
৭। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। (সূরা:বাকারা, আয়াত:১৮৮)
৮। সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। (সূরা:বাকারা, আয়াত:১৯০)
৯। তোমরা আল্লাহর পথে ব্যয় করো… (সূরা:বাকারা, আয়াত:১৯৫)
১০। এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। (সূরা:বাকারা, আয়াত:২২০)
১১। ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো। (সূরা:বাকারা, আয়াত:২২২)
১২। শিশুকে পূর্ণ দুই বছর দুধ পান করাও। (সূরা:বাকারা, আয়াত:২৩০)
১৩। সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো। (সূরা:বাকারা, আয়াত:২৪৭)
১৪। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। (সূরা:বাকারা, আয়াত:২৫৬)
১৫। মানুষের নিঃস্বার্থ উপকার করো। (সূরা:বাকারা, আয়াত:২৬৪)
১৬। অন্যের বিপদে সাহায্য করো। (সূরা:বাকারা, আয়াত:২৭৩)
১৭। সুদ গ্রহণ করো না। (সূরা:বাকারা, আয়াত:২৭৫)
১৮। যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও।
১৯। হিসাব সংরক্ষণ করো। (সূরা:বাকারা, আয়াত:২৮২)
২০। আমানত রক্ষা করো। (সূরা:বাকারা, আয়াত:২৮৩)

চলবে……

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ