14 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিএনএ, কুষ্টিয়া : যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন, শোকর‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও স্ব স্ব হলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় সাথে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। একই সাথে স্ব স্ব হলের আবাসিক শিক্ষকদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন হল প্রভোস্টগণ।
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

পতাকা উত্তোলন শেষে বেলা ১১ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যাল প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিট, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজ, ইবি শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ইবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।

পরে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের হল রুমে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নবনির্বাচিত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের পাশ্ববর্তী স্থানে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের সভাপতিত্বে ‘অভয়ারণ্য ও পাখি চত্বর’ এর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. রুহুল কে. এম. সালহেসহ প্রমুখ।

উল্লেখ্য,এর আগে প্রথম প্রহরে (রাত ১২ টা ১ মিনিটে) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীন মিনার ও মৃত্যুঞ্জয়ী মুজিব পাদদেশে মোমবাতি প্রজ্বলন করেন  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/তারিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ