24 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে

বিএনএ, ডেস্ক:ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ।  বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ (এইমস)- তাঁঁকে ভর্তি করা হয়।৮৯ বছর বয়সী এ কংগ্রেস নেতা গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত সোমবার (১১ অক্টোবর) জ্বর ছিল মনমোহন সিংয়ের। তিনি এ থেকে সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু এরপর আবার দুর্বল হয়ে পড়েন।

১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজে যোগ দেন মনমোহন সিং। পরে তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই পদে ছিলেন। মনমোহন সিং ভারতের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে ২০০৪ সালে শপথগ্রহণ করেন। বর্তমানে তিনি ভারতীয় রাজ্যসভার সদস্য।

বিএনএ//ওজি

 

Loading


শিরোনাম বিএনএ