31 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - অক্টোবর ১১, ২০২৪
Bnanews24.com
Home » জুমার খুতবা পড়া অবস্থায় ইমামের মৃত্যু

জুমার খুতবা পড়া অবস্থায় ইমামের মৃত্যু

মোটর গ্যারেজে ট্রাক : ৩ জন নিহত

বিএনএ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মসজিদে জুমার নামাজের খুতবা পড়া অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

ইমামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।

ইমাম মুহিবুল হকের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামে। তিনি প্রায় এক দশক ধরে ওই মসজিদে ইমামতি করছিলেন। জুমার নামাজ শেষেই মসজিদ থেকে তার বিদায় নেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক দশক ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক। অসুস্থতার কারণে জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন তিনি। জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ